অবলীলায় পথ চলেছি প্রিয়
সন্ধ্যা নামতে বাকি আর কত?
চাদেঁর আলোতে করিব স্নান,
মেঘ বর্ষণ হয় যদি কত শত।

শুভ্রতার শিখা জ্বলবে হৃদয়ে,
যদি কবো চন্দ্র হাসে রাত্রি নিশিতে।
সঁপিব প্রাণ প্রণয়নের  টানে,
রাখিবে কি তুমি অমরা লয়ে?

ওগো  মায়াবতী,
শুনতে কী পাও তুমি?
ঘুম নেই রাত ভর প্রদীপ শিখা জ্বালাতে।
হঠাৎ!
কেমন যেন গরজে উঠে,
বৃষ্টি নামবে হয়ত প্রদীপ নেবাতে।

তুমি কী ভেবেছ?
আকাশে মেঘ জমা হয়েছে?
না!
চোখের কোনে জ্বল কণাদের বীর  জমেছে।
অনুভূতি গুলো লোপ পেয়েছে।
মন ছোঁয়ার আগে সন্ধ্যা নেমে যাবে।
বেড়ে যাবে নীরবতা,
ভাঙচুর হবে রক্ত কণিকাতে।

সুধু স্মৃতিচারণেই জীবন ক্ষেন্ত হবে।
প্রদীপ শিখা হঠাৎ নিবে যাবে।
প্রেমময় হাসিটা আড়াল হবে,
হয়ত কিছু সময়ের ব্যবধানে ।

ওগো সুখ পাখি!
শুনতে কী পাও তুমি,
ঘন গর্জনে হৃদয় ভাঙ্গার শব্দ,
রক্ত রঞ্জিত চোখের হাও মাও?
নিস্তব্ধ হয়ে যাবে এক নিমিষ
নয়ত ছাই হবে হৃদয় প্রণয় শিখাতে।

ওগো অগ্নি শিখা,
শুনতে কি পাও তুমি,
তোমাতে আজ নেই কেন আমি?
আমাতে তুমি রবে চির কালী।