একটা পৃথক শহর চাই-
যেখানে নেই জন মানবের ভিড়,
যেখানে প্রজাপতিরা ডানা মেলে মুক্ত করে নীড়।
যেখানে পাখির গানে মন হয় মলিন,
ফুলে ফলে সাজানো লাল-নীল,
বৃক্ষ লতা উকি দিয়ে হয় সামিল।
যেখানে মৃদু হাওয়া সন্ধ্যা তারা হাসে ফিল ফিল,
যেখানে মেঘের পালে জলের কণা ছুড়ে মারে ডীল।
যেখানে অন্ধকারে ঝোনাক পোকা, তারকার সামিল,
বৃক্ষ পাহাড় সন্ধি করে,
নৌক নদীর তীর।
রোদেলা দুপুর বৃক্ষ লতা,
যেন আকাশের ঐ নীল।