পথে পথে চলি অমি, বড় একা একা।
কবে যে পাই আমি, সঠিক পথের দেখা!
সেই আশাতে মরিয়া হয়ে
ঘুরে বেড়াই কত দিকে,
নানা লোকের ভিড়ে হয়েছি দিশেহারা।
আমি কি পাব সঠিক পথের দেখা?
আঁকা বাঁকা কত পথ
যাব কোন দিকে?
তাহা ভেবে শিক্ষা লই,
কত গুরু জনে।
একা পথের পথিক আমি,
পাব কি লোকের দেখা?
জীবন আমার চলে যাবে
পথের কি পাব না দেখা?
অন্ধকারে পথ চলেছি
আলোর নাই যে দেখা।
যিনি আমায় পথ দেখাবে
তিনি তো গিয়াছে চলিয়া।
ভিন্ন মানুষ, ভিন্ন ধর্ম
ভিন্ন তাহার পথ।
আমি মুসলিম চলে বেড়াই,
কোরআন আমার পথ।
যদি আমি চলি কোরআনের পথে,
হতে পারে ঠাই দিবে, পরকালে মোরে!
না পাই যদি সঠিক পথের দেখা
পরকালে পাব না রেহাই তাহারে ছাড়া।
ভয়ে ভয়ে মনটা আমার,
থর থর করে কাপে।
প্রভু আমায় ক্ষমা কর!
তোমায় ভয় করি বলে।