প্রভু ভয় নেই মনে,
মৃত্যুভয় বড় বেশি।
বাঁচবে তুমি কিসের তাগিদে,
চলবে কেমন করি?
ফাঁকা মাঠ, খোলা শহর!
চারদিকে কান্না-ভয়- আর্তনাদ।
নির্জন পথ-কাল মেঘ অন্ধকার।
নেই কোন যান চল, পারাপার।
সুধু ভয়!
ছাড়িতেছে শহর করিয়াছে ভিড়,
গ্রামের পথ -ঘাট।
নিস্তব্ধ মানব, নির্দয় হৃদয়
ছোঁয়া যায় না হাতে হাত,কাঁদে কাঁদ।
নেই কোনো আড্ডা,সমাবেশ, ঘন মিছিল।
রাজপথে নেই সেই বেপরোয়া যান।
সুধু ভয়! মহামারী, মৃত্যু,
করোনা নামের আজ হলো কী বিজয়?
পারার দাবাল ছেলেটা আজ গৃহ বন্দি।
নেই আজ ছাত্র শিক্ষকদের সমাহার।
খাট বাজারে বন্ধ আজ
সাজানো দোকান পাট।
করোনা নাকি মরণ আনে
বন্ধু পারিবার আত্মীয় স্বজনে।
ভয় সুধু মৃত্যুর, প্রভুভক্তি হয়েছে নির্বাক।
দানবে মানবে এক হয়ে
প্রভু! সুধু তোমারি গান গায়।