মানুষ সবার উপর, তার উপর নাই।
ধর্ম, কর্ম,জ্ঞান, বুদ্ধি আর কারো নাই।
মানুষের মাঝে আছে, কত মিলের মেলা!
তাহা তো নেই, অন্য প্রাণীর বেলা!
ধর্ম, কর্ম, জাত, পাত নিয়ে মানুষ বাঁচে।
তা দেখা যায় না, অন্য প্রাণীর মাঝে।
মানুষ জ্ঞানের ভাণ্ডার, জ্ঞানের শেষ নাই।
তাই মানুষ সবার উপর তার উপর নাই।
বিবেক -বুদ্ধি নেই যার মাঝে,
সে মানুষ, মানুষ রূপে বাঁচে।
জ্ঞানী মানুষ জ্ঞানের আলোয় বাঁচে,
অন্ধকারে নহে সে পরে।
গুনি মানুষ সত্যের কদরে চলে,
মিথ্যা কে স্পর্শ নাহি করে।
৮/৫/২০১৩