বাগানে ফুল মানায়
মায়ের কোলে শিশু।
পথে যে পথিক চলে,
যাবে কি তার পিছু??

গাছে যে পাখি মানায়
মৌমাছি তে মধু।
ভূ মর যে মধুর খুঁজে,
ছোটে পিছু পিছু।

পর্ব গগনে রবি মানায়
চন্দ্র মানায় রাতে।
মায়ের কোলে শিশু তেমন,
সুন্দর সাজে থাকে।