যদি আমার মৃত্যু হয় কোন এক চন্দ্র রাতে
আমায় কী ডেকে নিবে, মায়ের কোলে?
নাহ!ফেলে দিবে কাগজ মুড়িয়ে নর্দমাতে?
যাবে কী সবে অতীত ভুলে?
ফেলে দিবে লাশ বলে খৈ চৈ করে?
যদি আমার মৃত্যু হয় ভর দুপুরে!
যাবে কী সবে দলে-দলে কান্না চোখে?
নাহ! ভয় পেয়ে লুকিয়ে রবে ঘরের কোনে।
আমার কী গোসল হবে? জানাজা হবে?
নাকি টেনে খেঁচরে ফেলে দিবে?
মৃত্যুকে আমি ভয় করি না,
ভয় করি প্রভুকে।
যদি আমায় করে ক্ষমা,
তবে! মরিতে আমার নেই যে মানা।
প্রভু আমায় এমন মৃত্যু দিও না।