সকাল সাঁঝে সন্ধ্যা নামে
আঁধার কেটে গেলে ভোর।
বৃষ্টি নামে, সূর্য হাসে
বাতাস বইছে রোজ।
বর্ষা আসে জোয়ার হাসে
কদম ফুটে ঝোঁপের ঝাড়ে।
জোনাক জ্বলে বাঁশ তলাতে
চন্দ্র জাগে সন্ধ্যা এলে।
শিশুর দল খেলছে আজ
কদম ফুলের ভিন্ন সাজে।
চলছে পথ আপন নীড়ে
কাদা মাটি গায়ে লাগিয়ে