আমি কী তোমার কান্না?
তবে চোখের জলে বিলি ন হবো।
আমি কি তোমার ভয়?
তবে! নিঃসঙ্গ হবো দূর অজানায়।
আমি কি তোমার লজ্জা?
তবে! অশ্রু হীন আঘাতে হবে আমার মৃত্যু।
আমি কি তোমার অন্ধকার?
তবে! তুমি আলোর খুঁজে পথ চলিও।
আমি কি তোমার চাপা পাথর?
তবে! অতীত ভুলে এগিয়ে চল।
আমি কি তোমার ঘন কাল মেঘ?
তবে! তুমি আশ্রয় খুঁজে ঠাই নিও।
আমি কি তোমার অগ্নি শিখা?
তবে! জলের ধারায় পথ চেয়ে থেকো।
আমি কি তোমার দুঃখ মাঝি?
তবে! পথিক চেয়ে শিথিল হইও।