♥♥
দেখ নয়,  মন ছুঁতে চেয়েছি প্রতি ক্ষণে।
হয়ত বুঝতে পার নি প্রণয়নের  ভাষা তুমি।।

ঐ নীলাদ্রি পার হয়ে স্পর্শ করতে চেয়েছি,
তোমার  মনের প্রত্যাশাকে।

চোখে চোখ রেখে মনের কথা বলতে চেয়েছি।
তন্দ্রা চোখে স্বপ্নের গ্লানি টেনে তোমার ব্যাকুলতা খুঁজেছি প্রতি ক্ষণে।

হয়ত আমাকে  বুঝতে হয়েছে শত দেরি।
হয়ত বা আজও বুঝতে পার নি।
জানিনা, বিশ্বাস আজও করতে পেরেছ কি না।
বুঝি না আজও আমার অপেক্ষা বুঝতে পার কি না।

ভালবাসি বলেই ত একটু অধিকার খাটাতে চেয়েছি,রাগ করেছি, অভিমানে শত অভিযোগে রেখেছি।

রাগ তো সবার সাথে করা যায় না।
রাগ করতে ও অধিকার লাগে।
চোখের কোনে স্বপ্ন গুলো আজও মুখ লুকিয়ে হাসে।

নিদ্রায় আঁকি স্বপ্ন। দেখি চেনা, অচেনা রূপ।
তুমি তো চন্দ্র কন্যা।
তবে কেন চাঁদের আলো হতে লুকিয়েছ তোমার মুখ?

মায়াবিনী কন্যা তুমি।
মুখে তোমার অঝর হাসি। আমাকে তো ভুলে গেলি।

তাই তো চোখের কোনে দেখা দেয় জলের অঝর রাশি!