বেলা শুনতে কি পাও তুমি?
চাকরি টা এবার, পেয়ে গেছি আমি।
শত বারের চেষ্টা, সফল হলো বুঝি।
কুড়ি হাজার টাকা বেতন শুনেছি।
বাসা বাড়া পনের হাজার হলে,
চলব কেমন করি?
বেলা শুনতে কি পাও তুমি?
চাকরি টা এবার পেয়ে গেছি আমি।
পরিবার পরিজন চলবে কেমন করি?
পড়া লিখা করতে গিয়ে
মাস প্রতি দশ খরচ করে ফেলেছি।
বার বার আবেদনে হাজার ত্রিশ টাকা গুনেছি।
তবে! শত বারের চেষ্টায় সফল হয়েছি।
বেলা শুনতে কি পাও তুমি?
চাকরি টা এবার পেয়ে গেছি আমি।
বয়স টা হবে এখন তিন যুগের কাছাকাছি।
পারছিনা বসতে ঘরে ,
লোক লজ্জা হয় বড় বেশি।
প্রতি বার জি পি এ তো ভালই দেখেছি।
তবে চাকরির পরীক্ষায় বার বার ফেল করেছি।
বেলা শুনতে কি পাও তুমি?
চাকরি টা এবার পেয়ে গেছি আমি।
আশায় আশায় দীর্ঘ সময় পারি দিয়েছি!
বেলা শেষে মাথা নিচু করে
ফিরবো কেমন করি?
লোকে আমায় অকর্মা বলে গালি দিবে না বুঝি!
দিন রাত ভেবে আজ এক করেছি।
বেলা শুনতে কি পাও তুমি?
চাকরি টা এবার পেয়ে গেছি আমি।
প্রতি ক্লাসে আট দশটি বই ছিল ঠিকই।
ভিন্ন শাখায় ছাত্র ছাত্রীরা উত্তীর্ণ হলো ঠিকই!
চাকরির বাজারে প্রশ্ন টা যে এক করে ফেলেছি।
গণিত, বাংলা, ইংরেজী সবই মিছা মিছি।
বেলা শেষে চাকরির একই ক্যাটা ঘড়ি।
পদার্থ বিজ্ঞানের সূত্র নিয়ে কেন এত মাতা মাতি?
এখন তো আমি কৃষি ব্যাংকে করি ম্যানেজারী।
বেলা শুনতে কি পাও তুমি?
চাকরি টা এবার পেয়ে গেছি আমি।
অংকে কাচা বলে, ইতিহাসে পড়েছি।
অতি তের সাল পড়ায়, মাথায় পরেছে বারি।
চাকরির বাজারে র প্রশ্নটা এখন পাঁচ মেশালি।
বেলা শুনতে কি পাও তুমি?
চাকরি টা এবার পেয় গেছি আমি।