------------------------------------

আলো কে বিশ্বাস করে
অন্ধকারে চোখের জল ফেলা মানুষটি হয়ত আমি।
রজনী তে চাদেঁর আলোর ঘ্রাণ  আমি জানি।
মেঘের সাথে মেঘের খেলা
বৃষ্টি নামবে সন্ধ্যা বেলা।
আকাশ যে আজ কালো মেঘে ডাকা।
তারার সাথে তারার খেলা,
মাটির সাথে ঘাসফড়িঙের চলা।

সুধু বিশ্বাস!!

মন বেধেছি  সীকর দিয়ে
প্রাণ সঁপেছি লোক চক্ষুতে।
পাছে লোকে কিছু বলে
তাই  বিষণ্ণতা আজ মনে।
বন্ধু আমায় বলে গেছে
প্রেমে নাকি জ্বালা আছে।
তবে কেন মানুষ প্রেমে পরে?  
প্রশ্ন মনে জেগে উঠে।

চাদেঁর আলো ভালবাসে অন্ধকার কে দূরে ঠেলে!

বন্ধুকে বিশ্বাস করে, প্রেমের বেলায় দোষী বলে।
বন্ধু কি তবে প্রেমিক নহে??

সুধু পাছে লোকে কিছু বলে!

হাসতে, গাইতে, নৃত্যে, ছন্দে বিশ্বাস তোমার ছেয়ে গেছে।
বাঁচতে, চলতে, শিখতে তুমি পারবে কেমন করে??