চলো বাহাস করি শব্দে শব্দে করি বানান ভুল
বিনাশী চোখে তাকিয়ে দেখি ভরা দিঘির আদি কূল ।
চলো মখমল চাদরে আবৃত করি বার্ধক্যের বালিশ
সময় পরিক্রমে পরিণীতা তুমি ,
প্রাভাতিক আলো ছুয়েছে চিবুক, করেছে বদনাম ।
বাদল করেছে বানচাল প্রেমের সুপ্রস্তাব
বিবস্ত্র আমি শয্যা নিয়েছি দিদার পাইনি তোমার।
দ্রৌপদী, এবার এসো তুমি, মাথায় ফুল জেসমিন,
অর্জুন খলিফার দুয়ারে আজ তোমারই দুশমন ।