এই যে তুমি কদিন ধরেই কষ্টে আছ খুব,
নিজের চোখেই দেখছ তুমি আমার ভীষণ সুখ।
বাঁচতে হলে রইতে হলে বলতে গেলে কথা,
কতটা আর কষ্ট চাই ? কতটা ঠিক যাতনা ?
এই যে খুব জ্বলছে আলো, লালের পরে নীল
নিভছে কেমন জ্বলছে যেমন আলোর পরে কালো
তাই তো তোমার কষ্টের পরে আরও কষ্ট এলো।
এই যে আমি চলেই গেলাম, আর এলাম না ফিরে
খুব গোপনে কষ্টে কষ্টে যাচ্ছ বুঝি হেরে ?
কষ্ট কষ্ট এই খেলাতে হেরেই যদিও যাও,
সর্বনাশের বিনাশ হলে দুঃখ যদি পাও
ভ্রষ্ট মায়ায় স্মৃতি হাতড়ে আরও কষ্ট চাও !