পার্থিব ভালোবাসার একদম আদি পর্ব থেকে শুরু করি-
নারীদের পক্ষ থেকে প্রথম চুমু মা'ই হয়ত খেয়েছিলেন;
আমার পরম পাওয়া- এই মনুষ্য জনম -
জোয়ার ভাঁটার মত মায়ের মুখ থেকে নির্গত শব্দের টানে
কানে ভাসা আধো-আধো ঐহিক মহাকাব্য-
সময়ের প্রেক্ষিতে কিছু কবিতা হয় ভাষা ও শব্দের নৈপুণ্যহীন,
প্রয়োজন শুধু কথক হয়ে জিহ্বামূল থেকে শব্দগুলো বলে যাওয়া।
মা’র মুখের আলো-আধারিতে
চেখে দেখা তাঁর চোখে সবচেয়ে পবিত্রতম জল।
পরিবর্তনশীল সময়ের এরকম যুগলবন্দী হাসি
একজনমে দু’বার কেউ দেখে না।
আমার বুকের মধ্যে কান লাগিয়ে যিনি এনে দিলেন হৃদস্পন্দন;
দরজার একপাশ ধরে যিনি তাকিয়ে থাকেন মহাকালের দিকে-
আমার সবচেয়ে অবাধ্য প্রেমিকা;
আমার দেখা সবচেয়ে ভীতু নারী-
প্রথম দেখা পূর্ণাঙ্গ নারী, আমার মা।