উদাসীন যুবক,
চলো একবার হারিয়ে যাই জলের মোহনায়
দাঁড়িয়ে থাকি আলতো জলের উপরে-
প্রাণভরে দেখে নেই একটি নির্জন দ্বীপ।
রাত্রির আঁধারে -
জলের বুকে লাফিয়ে চলা ঈষৎ উচ্ছল রূপালী আলো;
এখানে যেন একদম স্থির শান্ত - নারীর স্পন্দনের মত।
নীরবতার সে এক অন্য মাত্রা,
কানের শিরা-উপশিরায় বয়ে চলে শান্ত শীতল জলজ প্রবাহ;
সামুদ্রিক ঢেউ যেন কানের একপ্রান্ত দিয়ে প্রবেশ করে-
একান্ত নীরবে চুপিসারে আছড়ে পরে কানের গহীন ভেতরে।
তার পূর্বে গোধূলির প্রাক্বালে-
দিগন্ত পার হয়ে যাওয়া মাঠ জিরিয়ে নেয় এই এখানে -
এই নির্জন দ্বীপে এসে।
অবাধ্য পর্বত-সম ঢেউ ভিজিয়ে দিয়ে যায় চুনোপাথরের দেয়াল,
জলস্রোতের তোড়ে নুড়ি পাথরেরা এগিয়ে চলে দক্ষিণা গাংচিলের পথ ধরে;
চোখের পাতা বন্ধ করো,
পলকের মধ্যে দেখতে পাবে বড্ড অদ্ভুত - সে এক অনন্য মুহূর্ত !
অতিদূর সাগরে জাহাজের মাস্তুল দেখে মনে হয়
যেন প্লাবিত বীজতলায় উঁকি দিচ্ছে সবুজ বীজপত্র;
যতদূর চোখ যায়--
দেখা যায় একটি অসম্পূর্ণ - অর্ধপূর্ণ দৃশ্য;
উদাসীন যুবক এসো পরিপূর্ণ করো-
এসো মুখ লুকাও আমার জলমগ্ন ভূখণ্ডে-
ঠিক যেভাবে চিড় ধরা মাঠে ঘুরে বেড়ায় গ্রীষ্মের জল-
মেঘেরা লুকায় মুখ সাগরের পোতাশ্রয়ে।
————————————
কবিতাটি W. H. Auden এর On this Island থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে লিখেছি।