বুকের অভ্যন্তরে মাংস রেখে অপপ্রচার করেছ বুক ভরা যন্ত্রণা
কি যে অসহ্য উদ্যমে নিজেকে করেছ সংবরণ !
তোমারও তো আছে পাঁজর
শুষ্ক ত্বকের অধীনে আছে তরতাজা মন!
অসহ্য ভালোবাসা সইবে না আর,
অভিনব এই ন্যাকামি আর সহ্য হবার নয়
ভালোবাসার দুষ্টচক্র পেরিয়ে হয়ে যাও জৈবিক অভিলাষী,
দহন কর! রিক্ত কর, জানি তুমি পারবে-
তোমার চোখ, অধর ওষ্ঠে উপবিষ্ট কামনার দহন!
দহন কর! দহন কর! গ্রহণ কর!
পার্থিব ফ্রেমে আবদ্ধ স্থিতিস্থাপক ঋজু দেহকে আটকে রেখেছ অদৃশ্য সিন্দুকে
নিজেকে লটকে রেখেছ ভালোবাসা ও প্রেমের অনুচিত অঙ্গীকারে,
অসংগতি যেখানে পদে পদে দেখা যায় -
জেনে রেখো ফিরবে না প্রতিশ্রুত প্রেমিক
চলে গেলে কেউ আর ফেরে না।
গোর-খোরদের জিজ্ঞাসাবাদ করে দেখ, ওরা দেখেছে -
বছরের পর বছর মরে ভূত হয়ে গেছে,
জলে কাদায় ভিজে ভেসে গেছে কেউ তবু ফেরেনি।
দেশলাইটা জ্বেলে দেখে নাও এখনো
তোমার বুকে ঠোঁটে তলপেটে এখনো বেঁচে আছে কিছুটা শরীর,
যাওয়ার আগে পিয়ে নিও জীবন সঞ্চয়ী দ্রাক্ষা রস!
এইবেলা তো থাকো বেঁচে মুখথুবড়ে পড়ার আগে।