দেশলাই বারুদে রাজ্য জ্বালিয়ে শীত পোহাচ্ছে নৃপতি
নৈবেদ্যের কাঁসার থালায় স্ব-নিধনে ব্যস্ত কয়েক লাখ ইনসান,
কত লাখ ইনসান?
প্রাপ্ত খবর মতে ওরা মাত্র আট লাখ !
পারদ থার্মোমিটারে উষ্ণতা বেড়ে শ’ আট,
নৃপতির শীত যজ্ঞ জমেছে মহাসমারোহে ।
উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্ব প্রান্তে-
তীব্র বেগে বরফ গলছে উত্তরে।
পাকা ধান নিয়ে বসে আছে জেলে পাড়ার হাবু;
শীতে জবুথবু- বিশ্ব বাবুরা সব কাবু!
ভাদ্র মাসে যে শীত লাগে তার নাম গাঁট জ্বর; মৃত্যু নিশ্চিত।
মসনদে মশগুল অবাধ্য মুরিদকুল,
মুমূর্ষু জনকের মৃত্যুর পরে নিখিল নির্বাচন আসন্ন ।
কমবখত জ্বরে কাঁপছে ব্রহ্মাণ্ড,
বটিকা বানাচ্ছে বিবেক, ফতোয়া আসবে শীঘ্রই;
আট লাখ শরণার্থীর দায়ভার নিক বিশ্ব পতি,
জামিন অযোগ্য মামলায় গ্রেফতার হোক ম্রিয়মাণ জাহেল !