মৃগনয়না,
তোমার শাণিত কৃপাণ !
কৃষ্ণনেত্র যেন ঈশান কোণে এনেছে সাঁজের মায়া
বন-হরিত পত্র-পল্লবে আঁধারিত জ্যোৎস্না ন্যুব্জ বিটপীর স্কন্দে যেন কাঙ্ক্ষিত কাঁচা কাঞ্চন।
কৃত্তিকা আলো সিঞ্চিত বিক্ষিপ্ত প্রসারিত কনীনিকা জ্যোতি
যেন বেহুঁশ অন্তরে চৈতন্য রশ্মি
যেন মরুর বুকে জীবনের অন্য এক জলজ উপনাম।
সমর-রঙ্গে পূর্ণ আবেশে আবিষ্ট তীরন্দাজের অঙ্গ-ভাঁজে ধরে রাখা ধনুকের খাপ,
মৃগনয়না;
যেন তোমার বক্র আঁখির অধীর অশান্ত চাহনির অব্যর্থ বিষবাণ !