আমার মগজ বিহীন শূন্য মস্তক আমি এগিয়ে দেই দরবারে ,
রক্ষাকর্তা, আমায় হত্যা করুন মস্তক কেটে, বুকে ছুরি দিয়ে নয় ।
হিসেব-নিকেশ করে দেখেছি,
মগজ ভর্তি মস্তক নিয়ে এ সমাজে বাঁচা যাবে না।
জল্লাদকে আদেশ দিন, আমার মাথায় কালো কাপড় দেয়া হোক।
রঙিন চকচকে তরবারির নিচে আমি মাথা দিয়েছি অনেকবার
প্রেম বলে আখ্যা দেয় সেটাকে, উফ কি দারুণ কষ্ট !
প্রথম প্রেমের শপথ-বাক্য ছিল মুঘল সাম্রাজ্য রক্ষার পণের মত
ক্ষণে ক্ষণে শপথ ভেঙে চুমু খেয়েছি প্রণয়ীর ঠোটে,
তীব্র বিষে ছাপিয়ে গিয়েছে সমস্ত দেহ ।
একমাত্র মৃত্যুর স্বাদই পারে আমায় মুক্তি দিতে ।
হৃদয় মন পঁচে যাওয়ার পরে আমার শুধু বেঁচে ছিল মস্তকটুকু,
যত কথা, যত উপকথা সব জমা ছিল আমার নিউরনের প্যাঁচে প্যাঁচে
নিউরন থেকে নেফ্রন পুরো শরীর জুড়ে ছিল আমার আস্থা-অনাস্থা ।
যুদ্ধের মত রক্তাক্ত শব্দগুলো তখনো আমি শিখি নি।
পুরনো প্রেমের ক্রোধে আমি তখনো কেবল প্রেমর মন্ত্রই পড়ছিলাম
প্রেমের পাপে আবারো ছুঁয়ে গেল আমার দেহ -মস্তক।
আমি পাপী মাই লর্ড,
আমি পাপী, আমি ভালবাসার কথা বলেছি মস্তক থেকে ,
আমি পাপী, আমি এ সমাজের সাথে খাপছাড়া।
আমার শির-উচ্ছেদ করুন ,
আমার মগজ থেঁতলে দিন।
আপনার জল্লাদকে হুকুম দিন,
আমায় যেন সে পিষে ফেলে মাটির সাথে ।