কিছুটা তুমি হেঁটেছ আমার সাথে- জেনেছ কিছুটা আমাকে
ক্লান্ত তুমি-
আর হাঁটবে না হয়ত এই পথে; যে পথে পড়ে আছে আমার পা।
আমার হাঁটুর অস্থিমজ্জা জন্ম নেয় মস্তিষ্ক চুইয়ে পড়া হলদে দ্রবণে-
তোমার হাতের কব্জিতে ধরে রাখো আমার হাত; সামনে ভীষণ রাত।
অসহ্য শ্রাবণে দুঃসাধ্য শ্রবণে বর্ষায় ভারী হয়ে গেলে কান
বিদ্যুতের এক ঝটকায় ছেড়ে দিও হাত;
আমার শরীরেও খেলে যাক বিদ্যুৎ
আবার আমি উঠে দাঁড়াই-
আবার আমি একলা হাঁটি;
যে পথে হেঁটেছ তুমি,
আরও তো কিছুটা যাই, যতদূর যায় পথ।