এই যে এত দেখি জীবিকা হরদম -
কোথায় বলো জীবন থাকে? কোন অববাহিকায়?
হাতের তালুতে যেখানে রয়েছে প্রাণ;
জানো কি থাকে সেখানে?- আয়ুরেখা।
এসো জীবন,
আমাকে করো প্রত্যাখ্যান-
ধারণ করো রুদ্রমূর্তি,
বিচ্যুত মেঘ উড়ে যাক অবকাশে-
হৃদয়ে বাজাও বিদায়ের সুর।
ফুরিয়েছে আবেদন-
এই তবে হোক নিবেদন,
আসো নক্ষত্র, কাটাকুটি খেলি-
পরিণত পর্যায়ে সংলাপ হয়ে যাক প্রলাপ।