আমি কবিতা;
আমার ডান হাতে রয়েছে প্রেম বাম হাতে রয়েছে বিদ্রোহ !
পায়ে আছে হতাশার শিকল চোখে আছে অপূর্ণতার অগ্নি
উত্তাল খোলা চুলে বইছে অবাধ স্বাধীনতা !
ঠোঁটে রয়েছে কামনার নীলচে শিখা
জিহ্বার অগ্র-মূলে লালসার লালারস !
আমি; আমিই কবিতা।


জন্মটা আমার হয়েছিল অন্ধকার আস্তাবলের খুপরি ঘরে
বর্বর কোন এক কবি টেনে হিঁচড়ে বের করেছিল মায়ের জরায়ু থেকে
তারপর চ্যাংদোলা করে ছুড়ে ফেলে দিল
সন্তানের মুখ দেখতে আর সে আসে নি;
আমি, আমিই মুখপোড়া কবিতা।


প্রথম দিনেই আজন্মের মত বুঝে গিয়েছিলাম জন্মের মানে
অধিকার কেড়ে নিতে গগন কাঁপিয়ে দিয়েছিলাম হুংকার !
ধ্বনি প্রতিধ্বনি হয়ে ফিরে এসে,
শরীর থেকে খসে পড়েছিল ঝাঁকে ঝাঁকে শব্দ;
সেদিন থেকেই বুঝে নিয়েছি;
আমি, আমিই কবিতা।