আমাকে তোমার মনে পড়বে আবার কবে, কোন মহাসাগরের পাড়ে?
আবার কবে কোন ঝিনুকের সাথে ধাক্কা খেলে, কেটে গেলে পা
তবেই কেবল আমার কথা মনে আসবে তোমার !
কোথায় কোন সাগরের পাড়ে লুকিয়ে আছে কোন ঝিনুক কে জানে !
আবার কবে কোন শীতের রাতে আমার কথা মনে পড়বে তোমার?
শেষরাতে কাঁপা শীতে চৈত্রের অমন তীব্র দাহ আর কে তোমায় দেবে বলো?
কবে আবার শীত কাঁপন ধরাবে শরীরে তোমার !
আমাকে তোমার মনে পড়বে আবার কবে, কোন মাঘের রাতে?
শীত গ্রীষ্ম বর্ষা ঠিক কতগুলো ঋতু চলে গেলে ?
কত মিলিমিটার আর বৃষ্টি হলে তারপর আমার কথা ভাববে তুমি?
কতগুলো ইফতার সেহরী চলে গেলে একা একা হাঁপিয়ে উঠবে তুমি?
কতগুলো ঈদের চাঁদ ঘুরে গেলে, আমার কথা মনে আসবে তোমার?
দ্রব্যমূল্যের দাম আর কত বেড়ে গেলে আমায় বলো খুঁজবে তুমি?
ন’টার ট্রেন ঠিক ক’টায় এলে তবেই আমি বুঝে নিব সময় হয়েছে এবার
রাতের ডিনারে একই ডাইনিংএ আর কতবার যাব ! আর কত প্লেট !
মর্নিং ওয়াকে আর কত ক্যালরী পোড়ালে তবে সকালটা শুভ হবে !
আমাকে তোমার মনে পড়বে আবার কবে, কোন শরতে ?