ত্যাগ
জাহিদ খান

ত্যাগের মাঝে সুখ যে সত্য,
জানে যারা ত্যাগী প্রাণ,
নিজের স্বপ্ন ভেঙে গড়ে,
অন্যের মুখের সুখের গান।
ত্যাগের আলো ঝরায় যত,
ততই মেলে পথ,
নিজের চেয়ে বড় করে দেখে,
মানবতার রথ।

নদীর জল যেমন সবার,
ভাবে না সে ফিরে,
ত্যাগী মানুষ তেমন করে,
সুখী করে অন্যেরে।
স্বার্থ হীন সেই জীবন যেন,
আশীর্বাদের ছায়া,
ত্যাগের মাঝেই বাঁচে সে,
পায় যে মুক্তির ছোঁয়া।

ত্যাগের মন্ত্রে  হৃদয় গড়ে,
নীরবে সেবা করে,
ত্যাগ স্রষ্টার বাণী,
জানাতে চায় প্রতি প্রাণে।
ত্যাগে আছে মহিমা,
ত্যাগেই ভরা শান্তি,
ত্যাগী হৃদয় ফুল ফুটায়,
মুছে যায় তার ক্লান্তি।