সম্পর্কের সাতকাহন
জাহিদ খান
০৬/০৪/২০২৪

মানব জীবন বাধা সম্পর্কের জালে,
যে সম্পর্ক হৃদয়ে প্রশস্তি ঢালে।

হাসি আনন্দ বিষাদে জড়িত জীবন,
সম্পর্কের নানান নামে ব্যস্ত ভুবন।

আত্মার সাথে বাধা থাকে কিছু নাম,
হারিয়ে বোঝা যায় কত তার দাম।

রক্তের সাথে মিশে আবদ্ধ যারা,
দায়িত্বের বেড়াজালে ঘূর্ণন এ তারা।

সম্পর্ক কিছু থাকে যেনো অক্সিজেন,
এদের সাথে থাকে না কোনো লেনদেন।

স্বস্তির পরশ আনে হাতে গোনা ক'জন,
পাশে যদি রয় তারা, নির্ভার মন।

কিছু সম্পর্ক আছে না যায় ছাড়া,
হারালে তারা,জীবন হয় পাগলপারা।

আরো কিছু সম্পর্ক চলার পথে পাই,
এদের ছাড়া জীবনে গত্যন্তর নাই।

সম্পর্ক কিছু আছে মাপজোকে চলে,
উচাটন মন থাকে কখন কি বলে।

চলার পথে কিছু সম্পর্ক গড়ি,
নির্ভয়ে সব কথা তাহারেই বলি।

সম্পর্ক কিছু আছে ভয় জুড়ে থাকে,
স্বেচ্ছাচারী মনকে এরা নিয়ন্ত্রণে রাখে।

পেশাগত জীবনে কিছু সম্পর্ক রাখা,
নির্দিষ্ট সময় ও ছকে থাকে তা বাধা।

নানান নামে সম্পর্কে জড়িত জীবন,
সম্পর্ক ছাড়া যেনো শূন্য এ ভুবন।