শিহরণ
জাহিদ খান

শিহরণে মোড়া এক রাতের কথা বলি,
তারা ঝিকিমিকি, ঝরেছে শিশির জলে ঢলি।
চাঁদের আলোর আভা আকাশে মেলা,
বাতাসে খেলে যায় কেমন ঢেউয়ের খেলা।

নির্জন নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা গাছ,
পাতার ফাঁকে ফাঁকে খেলা করে চাঁদের আকাশ।
হৃদয় আমার কেঁপে ওঠে অদ্ভুত সুরে,
মুগ্ধতায় হারাই যেন এই অন্ধকার ভোরে।

শিরার ধমনে ঝরঝর শিহরণ রয়,
অজানা আকর্ষণ কোথা থেকে যেন বয়।
প্রেমের ঝড় আসে চোখের তারায়,
অচেনা স্পর্শে মন যেন ভেসে যায়।

নিস্তব্ধ রাত, তবু কত কথা বলে,
তোমার স্মৃতির ভেলা হারায় দিগন্ত তলে।
শিহরণ জাগে, জাগে ভালোবাসার গান,
কাব্যিক এ অনুভবে,রাত্রি কাটে মুগ্ধতায় পরিপূর্ণ প্রাণ।