শীতের আগমনী গান
জাহিদ খান
শীতের হাওয়ায় এসেছে সাড়া,
কুয়াশা ঢাকা ভোরের তারা,
নদীর জলে ঠান্ডা স্পর্শ,
বাতাসে বাজে শীতের আগমনী গান।
ধানের খেতে সোনার ছোঁয়া,
কাঁপছে গাছে,পাতায় দোলা,
ঘাসের ডগায় শিশির জমে,
প্রকৃতি মেতে শীতের চামে।
ভোরের আকাশ হিমেল নীল,
মাঠের বুকে ঝিলমিল,
রোদ্দুর মাখা নরম প্রভাত,
শীতের সকাল হাসে আলোয় ।
গায়ে জড়ায় গরম শাল,
মিঠে রোদে শিশিরের জাল ,
শীতের আগমনী গান শুনায়,
প্রকৃতি জুড়ে মুগ্ধতা ছড়ায়।
শীত এসেছে হিমেল হাওয়ায়,
প্রকৃতি ভরে শুভ্র আলোয়,
তুষার ঝরায় দূরের পাহাড়,
গাঁয়ের বুকে নামে শীতের আধার।
কুয়াশা ঢাকা সোনালী মাঠ,
পথে পথে জমে শিশির পাত,
মেঠো পথে পায়ের চিহ্ন,
শীতের রূপে প্রকৃতি মুগ্ধ।
আগমনী বার্তা শীতের বাতাসে,
নতুন দিনের স্বপ্ন ভাসে,
প্রকৃতি খেলে রঙের আভা,
শীতের আগমনে খুশির প্রভা।