শিক্ষা গুরু
জাহিদ খান

শিক্ষক গুরু তোমায় শ্রদ্ধা করি,
তোমাদের ত্যাগে আজ ধরণী ঋণী।
তোমরা আছো পথের আলো হয়ে,
করো জ্ঞান দান নিরলস ধৈর্য ধরে।

তোমার হাতে শুরু সব শিক্ষা যাত্রা,
তুমি ছাড়া জীবন ছন্নছাড়া নকশা।
তুমি দেখাও মন্দ ভালো,
তোমার কথায় জীবন পায় আলো।

শিক্ষা গুরু তুমি আকাশের তারা,
তোমার আলোয় জ্বলে আমাদের ধরা।
তুমি ছাড়া জীবন হবে অন্ধকার,
তোমার শিক্ষা আমাদের জীবনের উপহার।

শিক্ষা গুরু তুমি মহান প্রাণে,
জ্ঞান করো দান প্রতিদিন শত জনে।
আঁধার দূর করে আলোর পথ দেখাও,
জীবনের সব বাধা তুমি সহজে কাটাও।

তোমার কথা মনের ভেতর বাজে,
তোমার শিক্ষা ছাড়া জীবন যে আধার সব কাজে।
তোমার শিক্ষা মনের গভীরে রয়,
ভালো মন্দের পার্থক্য শিখিয়ে দেয়।

শিক্ষা গুরু তুমি যে জ্ঞানের দিশারি,
তোমার দীক্ষায় চলি আলোর পথ ধরি।
তুমি ছাড়া আধার জীবন ভর,
শিক্ষা গুরু তুমি আশির্বাদের ঘর।