দেশপ্রেম
জাহিদ খান

এই দেশের মাটি, এই দেশের জল,
বুকে আছে ইতিহাস, হৃদয়ে আছে বল।
যেখানে বয়ে চলে মেঘনা,যমুনার স্রোত,
তারা জাগায় এই প্রানে দেশপ্রেমের চেতনা।

শহীদদের রক্তে রাঙা এই ভূমি,
সত্যের পথে হাটি,সোনার মাটি চুমি।
দেশের জন্য যে দেয় প্রাণ,
সে-ই তো প্রকৃত দেশপ্রেমিক, অমল প্রাণ।

পাহাড় থেকে, সমতট থেকে চরাঞ্চল
দেশের জন্য নিবেদিত হৃদয়,অবিচল।
শ্রাবণের বর্ষা, বসন্তের ফুল,
প্রেমের গানে গেয়ে উঠি, এক নতুন সুর।

জীবন দিয়ে সাজাবো,এই স্বদেশের ভুমি,
বাঁচবো স্বাধীন স্বত্ত্বায়, উন্নত শির তুলি।
মাতৃভূমির ডাক, শুনে যাই চল,
দেশপ্রেমের এই আকুলতা, থাকবে চীরকাল।