অতৃপ্তি
স্বপ্ন ছুঁতে গেলেই হাত ফস্কে যায়,
মনে হয় যেন দূরেই সব সরে যায়।
অজানা কিছুর খোঁজে হাঁটি প্রতিদিন,
পাই না খুঁজে সে মনের অধিন।
চেয়েছিলাম সুখ,পেলাম শুধু ক্ষণিকের হাসি,
প্রতীক্ষায় ছিলাম আলোর,পেলাম আঁধারের ফাঁসি।
পথে পথে ঘুরে ফিরি,লক্ষ্যে যায় না পৌঁছানো,
এমনই কি তবে আমার জীবনের গান?
মনের মধ্যে রয় এক অদ্ভুত তৃষ্ণা,
বারবার ডাকে, ফিসফিস করে নিষ্ঠা।
কিছু তো ছিল না পাইতে পারা,
তবু কেন মনে হয়, হারিয়েছি সারা?
আহা! এই অতৃপ্তি, এ যেন এক মায়া,
যত খুঁজি, ততই সে পালায় ছায়া।
পৃথিবী মুঠোয় ধরতে গেলে যায় ফুরিয়ে,
অতৃপ্তি যেন স্বপ্নের মতো ফুঁসে উঠে, ঝড়ে যায় উড়ে।