অহমিকা
জাহিদ খান
অহমিকার পরশ নিয়ে গল্প বুনে চলে,
মনের কোণে অহংকার,কে থামাতে পারে?
শিখরের শিখরেও ওঠে সে,মাটিতে পড়ে হেলায়,
কিন্তু অহমিকা কি জানে? সেও হারাতে পারে!
তিল তিল করে জমা হয় শক্তির অহংকার,
অজান্তেই বুকের মাঝে গড়ে সে কাঁটাতার।
হৃদয় থেকে ভালোবাসা দূরে চলে যায়,
অহমিকার ঝড়ে বন্ধনগুলোও ভাঙ্গে অবহেলায়।
নম্রতার আলো মিটে যায়,অন্ধকারে ঢেকে,
অহমিকা নিয়ে হাঁটে সে শূন্যতার পথ দেখে।
শেষে যখন জ্বলে ওঠে বাস্তবতার চোখে জল,
তখন সে বুঝতে পারে, পতন এড়ায়নি সবল।
তাই অহমিকা ছেড়ে দাও, নম্রতা রাখো মনে,
পথের শেষে জয়ী হবে তুমি ভালোবেসে জনে।
অহংকার ভুলে প্রেমে স্নেহে সবাইকে বাঁধো,
মানবতার মূলে ভালোবাসাই সবার আশা ভাবো।