নিরপেক্ষতা
জাহিদ খান

নিরপেক্ষতার রূপ যেন সবারই এক,
কখনো এ পথে নেই কোনো ভেদ।
চোখে চোখ রেখে চলার সে পথ,
ভালো-মন্দ মিলেই থাকে জীবনের রথ।

বাঁ দিক, ডান দিক, থাকে না বাছাই,
নিরপেক্ষ মন বলে, "সবাই সমান ভাই"।
যেখানে আছে সত্যের হাতছানি,
মিথ্যের রঙ ধুয়ে যায়, ফুরায় যত গ্লানি।

মানুষে মানষে,বর্ণ নয় জাত,
একই আকাশের তলে, একই পথ।
নিরপেক্ষতার বীজ বুনে যাও মনে,
শান্তির ফসল ফলবে সকল জনে।