নিরন্তর অপেক্ষা
জাহিদ খান
১৬/০৪/২০২৪
অবিরাম অপেক্ষা,
চোখে পড়ে মেঘের পাখা।
সুরে গানে অদল বদল,
মনের অজান্তে বিধাতার দান অশ্রুজল।
সময়ের গতিতে অমিল,
হৃদয়ে ধারা নয়নজল হয়ে বহে।
প্রতীক্ষা মৃত্যু কুপের অন্ধকারে,
অশ্রুতে ধ্বনিত ফোপা কান্না।
জীবনের নীল সমুদ্রে,
অপেক্ষার নৌকা হারি।
আসা-আশা তবু থামে না,
নিরন্তর অপেক্ষায় থাকা।