নীরবতা
জাহিদ খান

নীরবতা এক অব্যক্ত যাতনা,
শব্দহীন, তবু কত কথা লুকিয়ে থাকে বুকে।
শব্দহীনতার মাঝে যে শান্তি মেলে,
তা শুধু বোঝে সেই, যার হৃদয়ে বেদনা জ্বলে।

নীরবতা বলে না কিছু, তবু বলে সব,
অশ্রু ভেজা চোখে থাকে তার গোপন রূপ।
মনের ভেতর যত স্মৃতি, যত অনুভব,
সবই নীরবে বাজে,থাকে না কোনো রব।

নীরবতা তাই সর্বদা হোক প্রার্থনা,
হোক নীরবেই একান্ত প্রেমের আরাধনা।
মরু বুকে হাহাকার ব্যাথাতুর হৃদয় জ্বলে,
নীরব নিথর দেহে স্মৃতি রোমন্থন চলে।