মানুষ হয়ে উঠুক সকলেই
জাহিদ খান
২২/০৯/২০২৪
মানুষ এক অদ্ভুত সৃষ্টি,
হাসিতে ভরা, কষ্টে ভরা,
পথে চলতে চলতে কখনো,
ভুলে যায় জীবন কি রঙিন।
স্বপ্নের পালে হাওয়া লাগে,
মাঝে মাঝে কষ্টে হাহাকার ,
অন্ধকারে হারায় পথ,
পেয়ে যায় নতুন আশা।
মিলন, বিচ্ছেদ, প্রেম, বিরহ,
সুখ দুঃখের সুরে বিলীন,
মানুষের হৃদয়ে লুকিয়ে থাকে,
এক অনন্ত অসীম নদীর ঢেউ।
বৈচিত্র্যে ভরা এই জগৎ,
সবার গল্পে আলাদা ছন্দ,
কিন্তু সকলের প্রেরণা এক,
মানুষ হওয়া, মানুষের জন্য।
আশা, ভালোবাসা, মুক্তির খোঁজ,
মিলন ঘটাতে চায় সবাই,
একসাথে বাঁচতে, হাসতে,
মানুষ হয়ে উঠুক সকলেই।