জ্বলে উঠবেই
জাহিদ খান
অন্ধকারের গভীরতা মাপতে গিয়ে দেখলাম, আলো কখনও হারায় না।
সেই শিখা, যা নিভে যায় বলে মনে হয়, আসলে অপেক্ষা করে বাতাসের।
বাতাসের এক চুম্বনেই, সে আবার জ্বলে ওঠে,
প্রথমে ক্ষীণ, তারপর প্রবল, তারপর অপ্রতিরোধ্য।
তুমি যদি ভাবো, সব শেষ,
তাহলে শুনে রাখো— শেষ বলতে কিছু নেই।
এটি কেবলই আরেকটি শুরু।
পাহাড় চূড়ায় উঠতে গিয়ে
যদি একবার পা পিছলে পড়ো,
তবে জেনে রাখো,
তোমার হাতে এখনো শক্তি আছে।
তোমার শ্বাসে এখনো জীবনের গান বাজে।
জীবন, সে কখনও থামে না।
আমাদের শরীর ক্লান্ত হয়, মন ভেঙে যায়,
কিন্তু ভিতরে কোথাও— খুব গভীরে—
একটা অদৃশ্য শিখা জ্বলে থাকে।
তাকে কখনো নিভতে দিও না।
শুধু একটুকরো বিশ্বাস,
একফোঁটা সাহস,
এক মুঠো আশা—
এসব নিয়েই আগুন ফের জ্বলে ওঠে।
তোমার ভেতরের সেই শিখা জ্বলে উঠবেই।
তুমি পারবেই।
হয়তো কাল না, হয়তো পরশু—
কিন্তু একদিন, সেই দিন,
তোমার আলো ছড়িয়ে যাবে সমস্ত আকাশে।
এবং কেউই তোমাকে থামাতে পারবে না।