জাগুক মানবতা
জাহিদ খান
মানবতার আলো হৃদয়েতে জ্বালো,
ছড়াও সবার মাঝে,
ভালোবাসা দিয়েই পূর্ণ করো,
হৃদয় উজ্জ্বল সাজে।
সীমাহীন এই পৃথিবী,
সকলেরই বাসের ঘর,
মানুষ মানুষকে ভালোবাসুক,
এটাই থাকবে চির অমর।
রঙে রঙে ভরা জীবন,
জাতি ধর্মের ভেদ,
তবু সবার হৃদয়জুড়ে
মানবতার অভেদ।
মুছে ফেলো বিভেদ যত,
গড়ে তোল বন্ধন,
মানবতার পথে হেঁটে
পাবে সুখের সোপান।
সীমাহীন দুঃখ যেথা,
দাও সেথায় শান্তি,
মানবতার হাত বাড়ালে
মিলবে চিরকান্তি।
তাই তো বলি বারবার,
আসুক ভালোবাসা,
মানবতার মন্ত্র নিয়ে
দূর হোক সব ক্লেশ হতাশা।