ঘৃণা
জাহিদ খান
ঘৃণার বীজ যখন মনেতে বোনা হয়,
ভালোর আলো ঘন কালোতে ঢাকা পড়ে রয়।
প্রেমের কীর্তন স্তব্ধ হয়ে যায়,
হিংসার আগুনে হৃদয় জ্বলে,মনুষ্যত্ব হয় ক্ষয়।
শান্তির স্বপ্ন খুঁজে ফেরা পথিক,
ঘৃণার ঝড়ে হারায় দিশা,হয় নিঃশব্দ অভিযাত্রী।
অন্ধকারের মাঝে আলোর খোঁজে ব্যাকুল,
তবুও সেতো ঘৃণার ফাঁদে আটকে,মগ্ন বিষাদের অঙ্গীকারে।
তাই ঘৃণাকে দাও দূর বহুদূর ঠেলে,
ভালোবাসার ছোঁয়া এনে প্রাণকে দাও মেলে।
ঘৃণা তবু কাটুক প্রান্তরে নির্জনে,
মানবতার গান বাজুক বিশ্বব্যাপী হৃদয়ের সুরে।