ইতিহাস ও সংস্কৃতি
জাহিদ খান
ইতিহাসের পাতায় লেখা গল্প যত পুরোনো,
সংস্কৃতির আঁচলে বাঁধা স্মৃতি অজানা,
সোনার দিন কেটেছে নতুন দিনের আলোয়,
প্রাচীন কীর্তি গাওয়া হয় সময়ের পাল্লায়।
মাটির গন্ধে ভাসে বীরদের পদচিহ্ন,
হাতে ধরা অস্ত্র,বুকে অমর আত্মা,
সংস্কৃতির সুরে বাজে ঢোল,কাঁসর,বাঁশি,
শেকড়ের গভীরে লুকানো শত রূপকথা।
ইতিহাস বলুক গল্প সেই বীরদের ত্যাগের,
সংস্কৃতি শেখাক জীবনের মর্ম কথা,
বয়ে যাক নদী সময়ের স্রোতে ধীরে,
মিশুক নতুনের সাথে পুরোনোর কথা।