"দুঃশাসকের পতন"
জাহিদ খান

ওহে দুঃশাসক, তুমি ছিলে বেশ বাহাদুর,
গায়ের জোরে তোমার প্রভাব ছিলো অপরিসীম।

তোমার ঘূর্ণি তাণ্ডবে উড়ে যেতো সব,
যে পথে গিয়েছ,সেখানেই সৃষ্টি করেছ সংকট অসীম!

উন্নয়নের ধোয়া তুলে করেছ লুটপাট,
কেউ কিছু বললেই তাকে বন্দি করে দিয়েছ কপাট।

বিরোধী মত তুমি কভু করোনি বরদাস্ত,
তাদের নিয়ন্ত্রনে ছিলে তুমি সিদ্ধ হস্ত।

তখন তুমি চলেছিলে গর্জন করে,
বিচারের নাম করে ফাঁদ পেতেছিলে ঘরে ঘরে।

নিরীহ জনতার চোখের জল তুমি দেখোনি,
সুবিচারের নামে ছড়িয়েছিলে অন্যায়ের ডানা খানি।

সাহসীরা কথা বললে, করিয়েছ মুখ বন্ধ,
বিরোধী হলে শত্রু,সাথে থাকলেই সে হয়ে যেতো অন্ধ।

চাকরি-বাকরির বাজার ছিলো মন্দা,
তোমার দাপটে দেশটা ছিলো এক্কেবারে বান্ধা।

তোমার সব কথায় বলতে হতো হ্যা,
চাকরি যেতো চলে যদি কেউ বলতো না।

গণতন্ত্রের নামে ছিলো পরিবার তন্ত্র কায়েম,
আচরণ ছিলো তোমার যেনো এক জালেম।

মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া,
সব জায়গা ছিলো তোমার হাতের ফরিয়া।

সত্য খবর যেতো হারিয়ে তোমার রাজত্বে,
মিথ্যার গলাগলি চলতো  মহোৎসবে।

তবু আমরা থামিনি,বন্ধ করিনি কথা,
তোমার শাসন ভাঙতে নিয়েছিলাম প্রতিজ্ঞা।

৫ আগষ্ট উঠলো দেশব্যাপী জনতার গর্জন,
সেদিনই হলো তোমার দুঃশাসনের পতন।