ধর্ম নিয়ে অধর্ম
জাহিদ খান
ধর্মের নামে কত যে বিভ্রান্তি,
অন্ধ পথিকেরা খুঁজে ফেরে শান্তি,
কথার ভেতরে লুকিয়ে থাকে বিষ,
অপব্যাখ্যায় ভরে ওঠে মনুষ্য দুঃখের নি:শ্বাস।
প্রেমের বাণী, শান্তির অঙ্গীকার,
কেউ করে ক্ষুদ্র তায় সীমাহীন দ্বন্দ্বের সমাহার,
বিধির বাণী ভুলে মানুষ হয় বিভক্ত,
অপব্যাখ্যার তলে চেপে থাকে সত্যের স্বরলিপি।
আলোর পথে ডাকে যে ধর্মের সুর,
ধর্ম ব্যবসায়ী করে তার অপ ব্যাখ্যা শুরু,
সেই ভুল ব্যাখ্যায় গড়ে ওঠে প্রাচীর,
ধর্ম হয় দূর,মানুষ করে ভুলের ফিকির।
তবু তো ধর্মের মূল বাণী একটাই—
ভালোবাসা, সহানুভূতি, আর মানবতার জয়,
অপব্যাখ্যার বেড়া পেরিয়ে যদি পাই সেই দিশা,
তবে হয়তো থামবে সব দ্বন্দ্ব,উড়বে শান্তির পতাকা।