দেশ মা'কে গড়ি
জাহিদ খান
নিঃশ্বাসে মিশে আছে মাতৃভূমির গান,
মাটির গন্ধে ভাসে প্রাণের স্নিগ্ধ সন্ধান।
সবুজ মাঠে লুকায় তপ্ত দ্রোহের আভাস,
দেশের মায়ায় আঁকা হৃদয়ে হাজার আশ্বাস।
রক্তের মাঝে বাজে স্বাধীনতার সুর,
জ্বলন্ত চেতনায় স্বপ্নেরা করে যাত্রা শুরু।
সীমান্ত পেরিয়ে যে ত্যাগের স্রোত,
দেশ প্রেমে ভাসিয়ে দেয় জীবনপথ।
মা'র হাসিতে খুঁজে পাই সব সুখের রং,
দেশ মাতার ডাকে সাড়া দেয় এ পাগল মন।
দেশদ্রোহ প্রস্তাব যদিও হয় সোনার মুকুট হয়,
তবু ত্যাগ করতে প্রস্তুত এ মন সবসময়।
দেশের আলোয় উজ্জ্বল আশার প্রদীপ জ্বলে,
দেশ প্রেমের শক্তি দেয় শত বাধা বিপত্তি পেরিয়ে।
তুমি আমি সবাই মিলে এ পথেই চলি,
মুক্তির আলোয় দেশ মা'কে গড়ে তুলি।