বসন্তের গান
জাহিদ খান

ফাগুনের হাওয়ায় মন মাতাল,
বসন্ত আসে নতুন রঙে,
ফুলে ফুলে ভরে চারিপাশ,
পাখিরা গায় মধুর সুরে।

মুখরিত বনে মুকুল হাসে,
আকাশ নীলের শুভ্র পটে,
পলাশ রঙে রাঙা শাখা,
রোদ্দুর খেলে সোনালী জটে।

শিমুল, কৃষ্ণচূড়ার ডালে,
রঙের মেলা লাগে হাওয়ায়,
মুক্ত প্রান্তরে বসন্ত গান,
প্রকৃতি আজ প্রেমের দ্যোতনায়।

হৃদয় জুড়ে জাগে উচ্ছ্বাস,
চঞ্চল হাওয়া প্রেমের দোলা,
পলকে ঘুচে যায় সব ক্লান্তি,
নবীন প্রাণে নব আশা দোলা।

বসন্ত তুমি সুখের বাতাস,
রাঙিয়ে দাও প্রাণের শোভা,
তোমার ছোঁয়ায় মলিন ব্যথা,
গুঞ্জরিত সুখের নীলিমা।