বঞ্চনা
জাহিদ খান

বঞ্চনার এই জীবনে,কান্না শুধু রয়,
স্বপ্নগুলো ভেঙে পড়ে,মনের মাঝে ক্ষয়।
আশার প্রদীপ নিভে গেছে, অন্ধকারের পথ,
চোখের জলে ভেসে যায় সব সুখের ই রথ।

বঞ্চনা যে পাথর সম, বুকে বেঁধে রয়,
ভাঙতে পারি না এ বোঝা, জীবন হয় ক্ষয়।
মন যে চায় উড়তে আকাশে,খুঁজে নিতে আলো,
তবু বঞ্চনার মায়াজালে,ইচ্ছে সব হয় যে কালো।

হয়তো একদিন আসবে দিন, আলো ছড়াবে মন,
বঞ্চনার এই পাথর ভাঙবে,মিলবে নতুন ধন।
ততদিন শুধু অপেক্ষা,হৃদয়েতে আশা,
বঞ্চনার দিন পেরিয়ে,মিলবে সুখের ভাষা।