বহুরূপী
জাহিদ খান
বহুরূপী মানুষ, কত যে মুখোশ,
মাঝে মাঝে সত্যটা খুঁজে পাই না বোধহয় ঠিকঠাক।
হাসির আড়ালে লুকায় তারা কান্নার কাহিনী,
মুখে হাসি, ভেতরে বিষাদের বহ্নি।
রঙ বদলায় দিন-রাত্রির মতো,
কখনো সাদা, কখনো কালো তাতে লুকানো সত্য।
আস্থার ডালপালায় ভর করে ওঠে,
পরক্ষণেই ঝরে যায় বিশ্বাসের ফসল।
চেনা মুখের পেছনে অচেনা মন,
কখনো স্বার্থ, কখনো লোভের বাঁধন।
তবু খুঁজি আমি এক নিঃস্বার্থ রূপ,
যেখানে মানুষ থাকবে মানুষেরই মতন।
বহুরূপী তারা, কিন্তু সময়ের হাত,
মোচড় দিয়ে খুলে দেয় প্রতিটি ফাঁদ।
তখন বোঝা যায় কে আসল, কে মিথ্যে,
মানুষের এই নাটক, শেষতক সত্য।