বিজয় মিছিলের পূর্ব পর্যন্ত
জাহিদ খান
শোষিত পায়ের চিহ্নে,
গঙ্গাধরের তীরে দাঁড়িয়ে,
গর্জে ওঠে অন্তরে লালিত অশান্তি,
মনে জাগে অদৃশ্য ঢেউ।
বাঁধ ভেঙে মুক্তির খোঁজে,
শুধু কষ্ট নয়,
জেগে ওঠে আশা,
নতুন দিন, নতুন সুরে।
শোষণের গাঁথুনি,
যত বাঁধা, যত ভয়,
একজোট করে সঙ্গী করি,
জ্বালি দ্রোহের অগ্নিশিখা।
অসীম কালো চাদরের নিচে,
অবসান হবে একদিন,
অসত্যের সব দানা,
ভেঙ্গে হবে চুরমার।
পূর্বে সূর্য উঠবেই,
আঁধারকে সরিয়ে,
মুক্তির পথ ধরে হাঁটবে,
লাখো মানুষের শ্লোগানে।
যদি রক্ত ঝরে
যদি দগ্ধ হয় প্রাণ,
আমাদের এই দ্রোহ
জ্বলবে দ্বিগুণ রোষে।
কাঁধে কাঁধ মিলিয়ে
একসাথে চলবো,
শান্তির বাণী ছড়িয়ে
যাত্রা সমস্ত শহরে।
বুকের ভিতর ধারণ করবো
এই দ্রোহের চেতনাকে,
আগুনের শিখা হয়ে জ্বলবো
বিজয় মিছিলের প্রস্তুতি পর্যন্ত।