বিপন্ন প্রহর
জাহিদ খান
০৩/০৪/২০২৪

বিপন্ন প্রহরে ব্যথিত হৃদয়,
অনুভূতির কাছে বিব্রত সময়।
সময় যায় থেমে বিপন্ন প্রহরে,
ব্যাথা কান্নায় পুরনো স্মৃতির অন্তমিল।

সাঝের আঁধারে উচাটন মনে,
হৃদয় অপেক্ষায় আলোর বিচ্ছুরণের।
অনাগত সময়ের ছোয়ায়,
দূরীভূত হোক বিপন্ন প্রহরের ছোয়া।

মেঘের ছোয়ায় ঢাকা পড়ে মন,
গুমোট ধোয়াশায় যেনো ঝড়বে এখন।
বিপন্ন প্রহরের অপার্থিব দুখে,
হৃদয় বিস্মৃত অসম্পূর্ণ সত্যের মাঝে।

আলোর সন্ধানে হৃদয় অবিরত,
বিপন্ন প্রহরের স্পর্শে নিয়ে ক্ষত।
সুখের বাসনা নিয়ে বিচলিত মনে,
বিপন্ন সময় দূর হোক এই ক্ষণে।