বাজারে আগুন
জাহিদ খান

বাজারে সব পণ্যের  অস্বাভাবিক দাম শুনি,
খাবার টেবিলে অসহায় মানুষের ক্রন্দনধ্বনি,
চাল-ডালের খরচে মনে হয় যাবেই বুঝি প্রাণ,
পকেট ফাঁকা,তবু চাহিদার নেই কোন অবসান।

সবজির পাতায় লেগেছে যেন সোনার দাগ,
মাছের কেজি শুনলে উঠে বুকের মাঝে ব্যথার ভাগ,
দিন আনে দিন খায় যারা,কেমন করে তারা চলবে?
দাম যে বাড়ে প্রতিদিন,কেউ কি খবর রাখবে?

কারণ কী, কেউ জানে না স্পষ্ট করে,
দুষ্টচক্রের খেলায় মুল্য বাড়ে দিন রাত ভোরে,
বাজারের দামে মিশে থাকে অন্যায় চাহিদার গান,
মানুষ কষ্টে,জীবন হয় তিক্ততায় সঙ্গিন।

কবে থামবে এই মূল্য বৃদ্ধির হাহাকার?
কবে মানুষ পাবে ন্যায্য মূল্যের অঙ্গীকার?
অস্বাভাবিক এই দাম যেন যায় থেমে,
মানুষের মুখে যেনো হাসি ফিরে নিত্য পণ্যের দামে।