অনুরণন
জাহিদ খান
অনুরণনের ঝংকারে বেজে ওঠে সুর,
প্রাণের ভেতর জ্বলে৷ অদ্ভুত এক নূর।
পাহাড়ে প্রতিধ্বনি, নদীর কলকল,
বাতাসে মিশে যায় সেই সুরের ঝলমল।
ধ্বনির অনুরণন ছড়ায় দিগন্তে,
শব্দেরা খেলে সুরের অলংকরণে।
হৃদয়ে তোলে ঢেউ, সৃষ্টি নতুন গান,
অনুরণনে জাগে জীবনের আহ্বান।
সাগরের তীরে ঢেউয়ের মতো বয়,
সুরের মায়ায় মন তন্ময় হয়।
প্রতিটি কণায় মিশে থাকে তার প্রণয়,
অনুরণনেই যেন জীবনের জয়।
পাহাড়ের কোলে শোন প্রান্তরের গান,
নদীর কলকল স্বপ্নের বান।
আকাশে ছড়ায় অনুরণনের তরঙ্গ,
ভালোবাসা মেশে সুরের অনুরণনে।
বাতাসে বাজে ঢেউয়ের রোল,
হৃদয় কাঁপে ছন্দের তালে ঝলমল।
অনুরণন বয়ে চলে স্বপ্ন সাগরে,
সুরের আঙিনায় হারাই অন্তরে।
প্রাণের ভেতর বাজে ঐ ধ্বনি,
অনুরণনের পরশে জাগে নিস্তব্ধ ধরণি।
কবিতায় আঁকা এই সুরের মায়া,
অনুরণন তোলে হৃদয়ের ছায়া।